ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ধোঁয়া থেকে আতঙ্ক, বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ১৫ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধোঁয়া থেকে আতঙ্ক, বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর ইমিগ্রেশনে আগুন নয়, ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। এ কারণে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছেন।

রোববার সন্ধ্যা ৬টার দিকে বিমানন্দরের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায় বলে রাইজিংবিডিকে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার আতিকুর রহমান। 

পরে ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেছেন, শিগগিরই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। ভয়ের কিছু নেই। ইমিগ্রেশনে বৈদ্যুতিক গোলযোগের কারনে সিলিং থেকে ধোঁয়া বের হয়। সেটা কীভাবে, কোথা থেকে হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

সিভিল এভিয়েশনের পরিচালক কাজী ইকবাল কবির বলেন, ‘সব কিছু স্বাভাবিক। বিমান চলাচল ও ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

তিনি বলেন, ‌'ইমিগ্রেশনের লবিতে যেখানে যাত্রীরা বসেন সেখানে ধোঁয়া দেখতে পেয়ে সবাই ভয় পেয়ে গিয়েছিল। কোথাও কোনো আগুন দেখা যায়নি। ধোঁয়ায় আতঙ্ক সৃষ্টি হয়।'



রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৮/নূর/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়