ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নতুন রাজনৈতিক জোট হওয়ায় খুশি প্রধানমন্ত্রী

রফিক মুয়াজ্জিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ৩ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন রাজনৈতিক জোট হওয়ায় খুশি প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুন নতুন রাজনৈতিক জোট হচ্ছে, তাতে আমি খুশি। প্রয়োজন হলে সহযোগিতা করব।

বুধবার বিকেলে গণভবনে জাতিসংঘ অধিবেশন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা সঙ্কট সমাধান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জাতিসংঘসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করেছি। রোহিঙ্গাদের নিয়ে আলোচনা হয়েছে। তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করার বিষয়ে কথা হয়েছে। মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য বাসযোগ্য পরিবেশ সৃষ্টির কথা বলেছি।’

তিনি বলেন, `গত ২৪ সেপ্টম্বর আমি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করি। জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ও বেশ কয়েকটি রাষ্ট্রের সরকার প্রধানগণ এই অনুষ্ঠানে যোগ দান করেন। তারা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রশংসা করেন। আমি রোহিঙ্গা সংকট সমাধানে তিনটি সুপারিশ তুলে ধরি। তার মধ্যে রয়েছে- মিয়ানমারকে রোহিঙ্গা নিপীড়নের প্রথাগুলো বাতিল করতে হবে। রোহিঙ্গাদের জন্য আস্থার জায়গা তৈরি করতে হবে, তাদের অধিকার ও নাগরিকত্ব লাভের উপায় নিশ্চিত করতে হবে।  নাগরিকের সহযোগিতার জন্য মিয়ানমারে একটি নিরাপদ অঞ্চল তৈরি করতে হবে ও  তাদের বিরুদ্ধে নৃশংসতার জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ওআইসির নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে। রোহিঙ্গা মুসলমানদের পাশে থাকার জন্য তাদের আমি বলেছি। তারা রোহিঙ্গাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।’

গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ অক্টোর দেশে ফেরেন তিনি।




রাইজিংবিডি/ঢাকা/৩ অক্টোবর ২০১৮/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়