ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নরসিংদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজী হানিফ মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ৭ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নরসিংদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নরসিংদী সংবাদদাতা : নরসিংদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালকসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৈয়দ নগর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নরসিংদীর নাগরিয়াকান্দি গ্রামের বাসচালক আনোয়ার (৪৫), শিবপুরের বাসযাত্রী আলাউদ্দিন (৬০) ও রেহেনা বেগম (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ভৈরবগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস সৈয়দনগর এলাকায় অপর একটি বাসকে পাশ কাটানোর সময় রাস্তার অপর পাশে দাঁড়ানো যাত্রীবাহী একটি লোকাল বাসকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই বাসের কমপক্ষে ২৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনজন মারা যান।

হাসপাতাল থেকে মুমূর্ষু অবস্থায় এক শিশুসহ পাঁচজনকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। বাকিদের মধ্যে চারজনকে জেলা হাসপাতালে ভর্তি ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ দুর্ঘটনা কবলিত বাস দুটি আটক করেছে। তবে অভিযুক্ত রয়েল পরিবহনের চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




রাইজিংবিডি/নরসিংদী/৭ ডিসেম্বর ২০১৮/গাজী হানিফ মাহমুদ/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়