ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নরসিংদীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গাজী হানিফ মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৮, ২০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নরসিংদীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে চাঞ্চল্যকর শিশু অয়ন হত্যা মামলার পলাতক আসামি ইমরানকে  (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহম্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সদর মডেল থানার পুলিশ তাকে গাজীপুর জেলার শ্রীপুর থানার মাধুখাল এলাকা থেকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালে নরসিংদী শহরের ভেলানগর মহল্লা থেকে সন্ত্রাসীরা শিশু অয়নকে (৬) অপহরণ করে নিয়ে তার পিতার কাছে মুক্তিপণ দাবি করেন। পরে দাবিকৃত টাকা না পাওয়ায় সন্ত্রাসীরা শিশু অয়নকে হত্যা করে পলাশ উপজেলার শীতলক্ষ্যা নদীতে বস্তাবন্দী অবস্থায় ফেলে পালিয়ে যায়। আসামিরা বিকাশ একাউন্টের মাধ্যমে টাকা চাইলে শিবপুর উপজেলার ইটাখোলা নামক স্থানে বিকাশ এজেন্টের মোবাইল ফোনের কললিষ্ট চেক করে সদর মডেল থানার পুলিশ সজিব খান, শাকিল মিয়া, আলম ও স্বপন নামে চার আসামিকে গ্রেপ্তার করে। আর আসামি ইমরান পলাতক থাকে।

এ মামলায় বিজ্ঞ আদালত ২০১৬ সালের অক্টোবর মাসে পলাতক আসামি ইমরানসহ পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. সালাউদ্দিন মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।



রাইজিংবিডি/নরসিংদী/১৯ জানুয়ারি ২০১৭/গাজী হানিফ মাহমুদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়