ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নরসিংদীর ইউএমসি জুট মিলে আগুন

গাজী হানিফ মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৩, ৩১ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নরসিংদীর ইউএমসি জুট মিলে আগুন

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মেঘনা ইউনিট চাঁদপুর (ইউএমসি) জুট মিলে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে জুটমিলের চাঁদপুর কারখানায় (পাটের চট) আগুন দেখতে পায় শ্রমিকরা।
 


খবর পেয়ে ফায়ার সার্ভিসের নরসিংদী কার্যালয়ের দুটি ইউনিট, মাধবদী ও শিবপুরের একটি করে ইউনিট রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের নরসিংদী কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান সিরাজ বলেন, আমরা ১০টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ১০টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।




রাইজিংবিডি/নরসিংদী/৩১ মার্চ ২১০৯/ গাজী হানিফ মাহমুদ/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়