ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

না.গঞ্জে আজও রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ৩ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
না.গঞ্জে আজও রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : ঢাকায় বাস চাপায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদ এবং নিরাপদ সড়কের দাবিতে আজও নারায়ণগঞ্জে শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছে।

শুক্রবার বিকেলে ৪টা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা নগরীর প্রধান সড়কের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ করে। এ সময় তারা যানবাহনের লাইসেন্স চেক করে সারিবদ্ধভাবে চলাচল করতে দিয়েছে। শিক্ষার্থীরা সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শন্তিপূর্ণ আন্দোলন চালিয়ে গেছে।

দুপুর ৩টায় স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান নগরীর চাষাঢ়া খাজা সুপার মার্কেটের সামনে এসে কিছু সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে সমঝোতা সভা করে। এ সময় শামীম ওসমান শিক্ষার্থীদের বলেন, আগামী রোববার পর্যন্ত সময় দাও। তারপর তোমাদের দাবি মানা হবে। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থী মাহাথির মাহামুদ ছাত্রদের পক্ষ থেকে শামীম ওসমানের হাতে লাইসেন্সবিহীন গাড়ির চাবির ছোড়া তুলে দেয়। যা সদর থানার পুলিশের হাতে হস্তান্তার করা হয়।

ওই ছাত্রনেতা মাহাথির মাহামুদ বলেন, ‘‘আগামী রোববার পর্যন্ত আমাদের আন্দোলন স্থগিত করলাম। তোমরা সবাই বাসায় ফিরে যাও। দাবি আদায় না হলে আবার রাজপথে নামব।’’

শামীম ওসমান চলে যাওয়ার এক ঘণ্টা পর বিকেলে ৪টায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা নগরীর বঙ্গবন্ধু সড়কে নেমে তাদের চলমান আন্দোলন শুরু করে। নগরীর বঙ্গবন্ধু সড়কের ২নং রেলগেট, গ্রিনলেস ব্যাংকের মোড়, গলাচিপার মোড়, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনের সড়ক, পুপোলারের সামনের সড়ক, চাষাঢ়া চার রাস্তার মোড়সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় তারা। 

আন্দোলনকারী একাধিক শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা জানায়, তাদের এ আন্দোলনে কোনো নেতা নেই। শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে আন্দোলন করছে ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে। সংসদ সদস্য শামীম ওসমানের ওই সমঝোতা সভায় তাদের কোনো শিক্ষার্থী ছিল না।

এ ব্যাপারে মাহাথির মাহামুদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।



রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/৩ আগস্ট ২০১৮/হাসান উল রাকিব/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়