ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

না.গঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ১৮ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
না.গঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : পরিবহনে চাঁদাবাজি নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এতে দুই পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে।

আজ রোববার দুপুরে মদনপুরে আমির গ্রুপ ও খলিলুর রহমান খলিল মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর আগেও একাধিকবার এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ নিয়ে দুই গ্রুপের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, দুপুর সাড়ে ১২টায় মদনপুর ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত মেম্বার খলিল মদনপুরে বাসস্ট্যান্ড এলাকায় তার নিজস্ব দোকানে বসেছিলেন। এ সময় আমির গ্রুপের আমির সোহেলসহ অর্ধশতাধিক ক্যাডার এসে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ খবর ছড়িয়ে পড়লে খলিল গ্রুপের সদস্যরা মাইকে ঘোষণা দিয়ে আমির গ্রুপের সদস্যদের বাড়িঘরে হামলা চালায় ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। পরে আমির গ্রুপ আবার পাল্টা হামলা করলে দুই গ্রুপের সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

গুরুতর আহত অবস্থায় খলিল মেম্বার ও শাহ আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি আজহারুল ইসলাম সরকার জানিয়েছেন, গুরুতর আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।



রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/১৮ নভেম্বর ২০১৮/হাসান উল রাকিব/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়