ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

না’গঞ্জে জাল ভোট দেওয়ায় ২ জনের কারাদণ্ড

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ৩১ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
না’গঞ্জে জাল ভোট দেওয়ায় ২ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ১৫ দিনের কারাদণ্ড ও আরেকজনকে দিনব্যাপী আটকের সাজা দেওয়া হয়।

আজ রোববার দুপুরে উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের ৯ নম্বর বুথে তাদের গ্রেপ্তার করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার কাঁচপুর এলাকার নিজাম উদ্দিন ছোটন (৪০) ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের মেম্বার শাহ আলম (৪০)।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার সময় নিজাম উদ্দিন ছোটন ও শাহ আলম মেম্বারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিজাম উদ্দিন ছোটনকে ১৫ দিনের কারাদণ্ড ও শাহ আলমকে দিনব্যাপী আটকের সাজা দেওয়া হয়।



রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/৩১ মার্চ ২০১৯/হাসান উল রাকিব/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়