ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

না’গঞ্জে শীতলক্ষ্যা তীরের ৩০ স্থাপনা উচ্ছেদ

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ২৩ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
না’গঞ্জে শীতলক্ষ্যা তীরের ৩০ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দ্বিতীয় ধাপে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে স্থাপনা উচ্ছেদ শুরু করেছে বিআইডব্লিউটিএ, নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল ১০টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপ্তীময়ী জামানের নেতৃত্বে উপজেলার চনপাড়া এলাকায় উচ্ছেদ অভিযান শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত অভিযানে পাকা ও আধাপাকা বসতবাড়িসহ অন্তত ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্মপরিচালক মো.  গুলজার আলী এবং উপপরিচালক মো. শহিদুল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা।

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায়, উচ্চ আদালতের নির্দেশে নদী থেকে ১৫০ ফুট সীমানা পুনঃনির্ধারণ করে এর অভ্যন্তরে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। ১০ দিনের উচ্ছেদ অভিযান কর্মসূচির প্রথম ধাপে তিন দিনের অভিযানে সুলতানা কালাম সেতুর পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে চনপাড়া এলাকা পর্যন্ত দেড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। দ্বিতীয় ধাপে আজ পুনরায় চনপাড়া থেকে অভিযান শুরু হয়েছে।

 

 

রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/২৩ এপ্রিল ২০১৯/হাসান উল রাকিব/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়