ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নাগরপুরে ইলিশ শিকারে ৮ জনের জেল

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ১৬ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাগরপুরে ইলিশ শিকারে ৮ জনের জেল

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : নিষেধাজ্ঞা অমান্য করে টাঙ্গাইলের নাগরপুরে ইলিশ মাছ শিকার ,বহন ও বিপণন বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চর সলিমাবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা শাহীন এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুন নাহার অংশ নেন। এ সময় ১০ মন ইলিশ মাছ ও দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং ইলিশ মাছ শিকারের অপরাধে আটজনকে ১০ দিনের জেল দেওয়া হয়েছে। এছাড়া ইলিশ কেনার অপরাধে বিভিন্ন জনকে আট হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। পরে জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিলিয়ে দেওয়া হয় এবং কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

এ ব্যাপারে ইউএনও আসমা শাহীন জানান, প্রজননের জন্য ২২ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে। । নিষেধাজ্ঞার সময় পর্যন্ত প্রতিদিনই আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

রাইজিংবিডি/টাঙ্গাইল/১৬ অক্টোবর ২০১৮/শাহরিয়ার সিফাত/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়