ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নাচের কথা বলে গণধর্ষণ : চারজন রিমান্ডে

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ২১ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাচের কথা বলে গণধর্ষণ : চারজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : নাচের কথা বলে ডেকে নিয়ে তরুণীকে রাতভর গণধর্ষণের অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া চার আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী তাদের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

যাদের রিমান্ডে নেওয়া হয়েছে তারা হলেন- নাজমুল হাসান ইমন, শরীফুল ইসলাম, একরামুল হাসান ও আশিকুর রহমান জীবন।

আসামিদর মধ্যে নাজমুল হাসান ইমন ও আশিকুর রহমান জীবনের দুই দিন করে এবং শরীফুল ইসলাম ও একরামুল হাসানের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের লক্ষ্যে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করে রমনা থানা পুলিশ।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

এদিকে রমনা থানায় দায়ের করা মামলায় ওই তরুণী অভিযোগ করেন, তার বাসা মুগদা থানা এলাকায়। গত মঙ্গলবার দিবাগত রাতে তাকে নাচ করার কথা বলে মগবাজার ওয়্যারলেস গেটের একটি বাসায় নেওয়া হয়। বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে তাকে আটকে রেখে রাতভর গণধর্ষণ করা হয়। অনেক চেষ্টা করেও তিনি ধর্ষকদের হাত থেকে রক্ষা পাননি।

ওই তরুণী বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন বলে জানা গেছে।

এদিকে তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে নাজমুল হাসান ইমন, শরীফুল ইসলাম, একরামুল হাসান ও আশিকুর রহমান জীবনকে গ্রেপ্তার করে।

 

আরো পড়ুন :



রাইজিংবিডি/ঢাকা/২১ সেপ্টেম্বর ২০১৭/মামুন খান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়