ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নাম ভুলভাবে না বলতে জাপানের বিনীত অনুরোধ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ২২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাম ভুলভাবে না বলতে জাপানের বিনীত অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের নাগরিকদের নাম ভুলভাবে না বলার জন্য বিশ্বের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে জাপান।

জাপানিদের নাম লেখার ক্ষেত্রে প্রথমে তাদের পারিবারের নাম এবং পরে ব্যক্তির নাম লেখা হয়।  চীন ও কোরিয়াতে একই ধাঁচে ব্যক্তির নাম লেখা হয়।

সদ্য সিংহাসন ত্যাগ করা সম্রাট আকিহিতোর সময় শুরু হওয়া মেইজি আমলে প্রায় অর্ধ শতাব্দি ধরে জাপানিদের নামে ইংরেজি ধাঁচে লেখা হচ্ছে। অর্থাৎ আগে নিজের নাম ও পরে পরিবারের নাম। মূলত আন্তর্জাতিকিকরণে মেইজি আমলে এই নিয়ম চালু হয়। তবে এখনো অনেক জাপানি ঐতিহাসিকের নাম আগের মতো অর্থাৎ প্রথমে পারিবারিক ও পরে নিজের নাম লেখা হয়।

গত মাসে যুবরাজ নারুহিতো সিংহাসনে আরোহন করেছে। এর মধ্য দিয়ে চলতি মাসে জাপানে শুরু হয়েছে রেইওয়া যুগ। নতুন যুগের শুরুতে জাপান সরকার নাম লেখার বেলায় পুরোনো রীতি ফিরিয়ে আনতে চাইছে।

মঙ্গলবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো জানিয়েছেন, সরকার আশা করছে এখন থেকে প্রধানমন্ত্রীর নাম শিনজো আবে নয় বরং ‘আবে শিনজো লেখা হবে, যেমন লেখা হয় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের নাম।’

তিনি বলেন, ‘আমি আন্তর্জাতিক গণমাধ্যমে এ সংক্রান্ত অনুরোধ পাঠানোর পরিকল্পনা করছি।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়