ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নারায়ণগঞ্জে ৫টি আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ২৮ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নারায়ণগঞ্জে ৫টি আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নারায়ণগঞ্জে পাঁচটি আসনে আওয়ামী লীগ-বিএনপি-জাতীয় পার্টিরসহ ১৬ জন দলীয় প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার সকাল থেকে দুপুর পৌঁনে ২টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রাব্বী মিয়ার হাতে তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোমিন মিয়া।

নারায়ণগঞ্জ-১ আসন (রূপগঞ্জ) বিএনপি দলীয় মনোনয়নপত্র দাখিল করেন জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান সাংসদ গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, সিপিবি দলীয় প্রার্থী মঞ্জুরুল ইসলাম চন্দন।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে সিপিবির জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকা, আওয়ামী লীগ থেকে ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ শাহ্ আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, বাসদের সেলিম মাহমুদ, সিপিবির ইকবাল হোসেন, জমিয়তে ইসলামীর দলীয় প্রার্থী মনির হোসেন কাশেমী মনোনয়নপত্র জমা দেন।

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সাংসদ সেলিম ওসমান, বিএনপির প্রার্থী সাবেক সাংসদ মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম, মহানগর যুবদলেরর আহ্বায়ক ও সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, বাসদের আবু নাঈম খান বিপ্লব, সিপিবির মন্টু ঘোষ মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিল করার সময় বিভিন্ন প্রার্থীর সঙ্গে তার নেতা-কর্মীরা ভিড় করেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে।

 

রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/২৮ নভেম্বর ২০১৮/হাসান উল রাকিব/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়