ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের অনুকরণীয় দৃষ্টান্ত’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ১৮ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের অনুকরণীয় দৃষ্টান্ত’

নিজস্ব প্রতিবেদক : সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বের কাছে জীবন্ত উদাহরণ। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের অনুকরণীয় দৃষ্টান্ত।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানের তাহের টাওয়ারে বেসরকারি প্রতিষ্ঠান সিএইচডিএস হেড সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে প্রশাসনে, ব্যবসায় বা রাজনীতিতে সকল ক্ষেত্রেই নারীর ক্ষমতায়ন সুস্পষ্ট হয়েছে। দেশের নারীরা এখন কেবল সরকারি চাকরিতেই নয়, ব্যবসা-বাণিজ্যের নিজদেরকে সক্ষম করে গড়ে তুলছে। ঘরে বসেও নারীরা আজকাল ফ্রিল্যান্সিং করে অর্থ উপার্জন করে সংসারে জোরালো ভূমিকা পালন করছে। এসবই সম্ভব হয়েছে শুধু প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএইচডিএসের প্রধান নির্বাহী মিয়া মোহাম্মদ ইসহাক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের উপ-কমিশনার, থানার পরিদর্শকসহ প্রমুখ।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/১৮ এ‌প্রিল ২০১৯/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়