ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নাসিরউদ্দিন ইউসুফের মন্তব্যে আগুনের খোলা চিঠি

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ১৫ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাসিরউদ্দিন ইউসুফের মন্তব্যে আগুনের খোলা চিঠি

বিনোদন প্রতিবেদক : খ্যাতিমান অভিনেতা, পরিচালক, প্রযোজক, সংগীত পরিচালক, গায়ক ও গীতিকার খান আতাউর রহমান। সম্প্রতি এই নির্মাতাকে রাজাকার বলে মন্তব্য করেন নাট্যজন ও মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।

ইতোমধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। বিষয়টি নিয়ে খান আতাউর রহমানের ছেলে কণ্ঠশিল্পী আগুন জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেন। আগুনের লেখা এ চিঠিটি রাইজিংবিডির পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো-  

‘বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নাসিরউদ্দিন সাহেব আমার বাবা খান আতাউর রহমান সম্বন্ধে  কী যেন বলেছেন নিউ ইয়র্কের কোনো একটি অনুষ্ঠানে। আমি মনে প্রাণে চাইব যে, সেই ভিডিও ক্লিপটি যেন ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের কাছে পৌঁছে যায় যত তাড়াতাড়ি সম্ভব।

যেহেতু আমার বাবা জনগণের কাছের মানুষ, তাই তাদের প্রতিক্রিয়া জানার পর, প্রয়োজনে আমি প্রেস কনফারেন্স করব। অবশ্যই সাথে থাকবে ভার্চুয়াল মিডিয়া। আমার কাছে সদুত্তর আছে। বাচ্চু সাহেবের প্রতি রইল আমার প্রাণঢালা অভিনন্দন।’



রাইজিংবিডি/ঢাকা/১৫ অক্টোবর ২০১৭/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়