ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নিউজিল্যান্ডকে ২৭০ রানে বেঁধে রাখল বাংলাদেশ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ২৪ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিউজিল্যান্ডকে ২৭০ রানে বেঁধে রাখল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক : ক্যাচ ছাড়ার আক্ষেপ আছে, আছে শেষ দিকে দারুণ বোলিংয়ের তৃপ্তিও। সব মিলিয়ে বাংলাদেশের বোলিংটা খুব একটা মন্দ হলো না। তবে ক্যাচের সুযোগগুলো কাজে লাগাতে পারলে বোলিংটা হতে পারত আরো ভালো।

৩৮ ওভারে দুইশ পেরিয়ে তিনশ রানের বড় স্কোরের ভয় জাগিয়েছিল নিউজিল্যান্ড। তবে শেষ দিকে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসানের অসাধারণ বোলিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। তাতে ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের ইনিংস থামল ২৭০ রানে। বিদেশের মাটিতে নিউজিল্যান্ডকে প্রথমবার হারাতে বাংলাদেশকে করতে হবে ২৭১ রান।

ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে বুধবার টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। সাত মাস পর দলে ফেরা নাসির হোসেনকে নিয়ে বাংলাদেশের বোলিংয়ের শুরুটা হতে পারত দারুণ। তৃতীয় বলেই উইকেট পেতে পারতেন মাশরাফি। কিন্তু স্কয়ার লেগে টম ল্যাথামের লোপ্পা ক্যাচ ছাড়েন নাসির।

নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি যদিও বড় হয়নি। লুক রনকিকে সাকিব আল হাসানের ক্যাচ বানিয়ে ২৩ রানের জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। কিন্তু জীবন পাওয়া ল্যাথাম বাংলাদেশের বোলারদের ভুগিয়েছেন। দ্বিতীয় উইকেটে তিনি নেইল ব্রুমকে নিয়ে গড়েন ১৩৩ রানের বড় জুটি।

অবশ্য নাসির নিজের পরপর দুই ওভারে ফিরিয়েছেন দুজনকেই। ব্রুমকে মাশরাফির ক্যাচ বানানোর পর ল্যাথামকে বোল্ড করে ভুলের প্রায়শ্চিত্ত করেন নাসির। ল্যাথাম করেছেন ইনিংস সর্বোচ্চ ৮৪, ব্রুমের ব্যাট থেকে আসে ৬৩।

৩৮ ওভারেই ২০০ পেরোনো নিউজিল্যান্ড তিনশর স্বপ্নই হয়তো দেখছিল। তবে শেষদিকে মাশরাফি-সাকিবের দারুণ বোলিংয়ে কিউইদের চেপে ধরে বাংলাদেশ।

পাঁচে নামা কোরি অ্যান্ডারসনকে (২৪) ঝড় তোলার আগেই ফেরান সাকিব। নিজের পরপর দুই ওভারে জিমি নিশাম ও মারকুটে ব্যাটসম্যান কলিন মানরোকে বিদায় করেন মাশরাফি। মাঝের ওভারে দারুণ এক ডেলিভারিতে মিচেল স্যান্টনারকে বোল্ড করেন সাকিব। ৩ উইকেটে ২০৮ থেকে নিউজিল্যান্ডের স্কোর তখন ৭ উইকেটে ২২৬!

তখনো একপ্রান্ত আগলে রাখা রস টেলর শেষদিকে নিউজিল্যান্ডকে টেনেছেন। তিনি নিজে তুলে নিয়েছেন ফিফটি। ৪৮তম ওভারে ম্যাট হেনরিকে বোল্ড করে ইনিংসে প্রথম উইকেট নেন রুবেল হোসেন। শেষ ওভারে টেলরের উইকেটও পেতে পারতেন তিনি। কিন্তু লং অনে সহজ ক্যাচ ফেলেন মাহমুদউল্লাহ। তবুও শেষ ওভারে মাত্র ৫ রান দিয়ে নিউজিল্যান্ডকে ২৭০ রানে বেঁধে রাখতে ভূমিকা রাখেন রুবেল।

সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ৫০ ওভারে ২৭০/৮ (ল্যাথাম ৮৪, ব্রুম ৬৩, টেলর ৬০*; সাকিব ২/৪১, নাসির ২/৪৭, মাশরাফি ২/৫২, মুস্তাফিজ ১/৪৬, রুবেল ১/৫৬)।



রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ