ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে রাভাল-ব্রুম-গ্র্যান্ডহোম

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ১৫ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে রাভাল-ব্রুম-গ্র্যান্ডহোম

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোম

ক্রীড়া ডেস্ক : ২০১৭-১৮ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছেন জিত রাভাল, নেইল ব্রুম ও কলিন ডি গ্র্যান্ডহোম।

২১ সদস্যের তালিকা থেকে বাদ পড়েছেন মার্ক ক্রেইগ, ডগ ব্রেসওয়েল ও গত জুনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া লুক রনকি।

গ্র্যান্ডহোম ২০১৬ সাল থেকে তিন ফরম্যাটে ১৮ ম্যাচে ২৮.৩৫ গড়ে ৩৯৭ রান করেন। পাশাপাশি হাত ঘুরিয়ে নেন ২৬ উইকেট। এর মধ্যে আছে টেস্ট অভিষেকে পাকিস্তানের বিপক্ষে ৪১ রানে ৬ উইকেট।

রাভালেরও টেস্ট অভিষেক হয়েছিল গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে। ২০১৬-১৭ মৌসুমে তিনি নিউজিল্যান্ডের সাত টেস্টেই ওপেনিংয়ে নামেন। ৪৪.৮১ গড়ে রান করেন ৪৯৩।

আর ব্রুম গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলেছিলেন। তবে নিউজিল্যান্ডের সীমিত ওভারের দলে গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ২০১৬ সালের ডিসেম্বর থেকে ১৫ ওয়ানডেতে এক সেঞ্চুরি আর চার ফিফটিতে ৪৩ গড়ে করেন ৬০২ রান। সেটারই পুরস্কার পেলেন।

রনকির অনুপস্থিতিতে কেন্দ্রীয় চুক্তিতে বিশেষজ্ঞ উইকেটকিপার কেবল বিজে ওয়াটলিং।

কেন্দ্রীয় চুক্তির তালিকা :
কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, নেইল ব্রুম, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, মিচেল ম্যাকক্লেনাগান, অ্যাডাম মিলনে, কলিন মানরো, হেনরি নিকোলস, জিমি নিশাম, জিত রাভাল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং, কেন উইলিয়ামসন জর্জ ওয়াকার।



রাইজিংবিডি/ঢাকা/১৫ আগস্ট ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়