ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নিরক্ষরমুক্ত দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

তানজিনা আফরিন ইভা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৭, ৮ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিরক্ষরমুক্ত দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিরক্ষরমুক্ত দেশ গড়তে সাবইকে একসঙ্গে কাজ করতে হবে। নিজ নিজ জায়গা থেকে সবাই মিলে কাজ করলে নিরক্ষর মুক্ত দেশ গড়ে তোলা সম্ভব হবে।

 

বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে এসে সাক্ষরতার হার বাড়িয়ে ৬৫.৫ শতাংশে উন্নত করে। এ জন্য ১৯৯৮ সালে ইউনেস্কো পুরস্কার দেয়। কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলো। তারা আমাদের নেওয়া উদ্যোগগুলো বন্ধ করে দেয়। তখন সাক্ষরতার হার কমে যায়।

 

তিনি বলেন, আমরা শিক্ষার প্রসারে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। ২০১০ সালে আধুনিক বিজ্ঞানসম্মত জাতীয় শিক্ষা নীতি আমরা প্রনয়ন করি। যে শিক্ষা নীতিমালা অত্যন্ত আধুনিক। সেখানে ভকেশনার প্রশিক্ষণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।

 

প্রধানমন্ত্রী বলেন, আমরা শিক্ষার প্রসারে শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে যাচ্ছি। সর্বনিম্ন ৫০০ টাকা, সর্বচ্চো ২ হাজার টাকা দেওয়া হচ্ছে। এর ফলে ছেলেমেয়েরা পড়াশোনা চালিয়ে যেতে পারছে।  

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ সেপ্টেম্বর ২০১৬/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়