ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি : ফখরুল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৩, ২২ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি : ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক : নিরপেক্ষ সরকারের অধীনে না হলে আগামী একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব নয়, জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলেই বিএনপি নির্বাচনে যাবে। গতবার (দশম জাতীয় সংসদ নির্বাচন) একতরফা নির্বাচন করতে পারলেও এবার বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন এত সহজ হবে না। স্পষ্ট কথা হচ্ছে, নিরপেক্ষ সরকারের অধীনে ব্যতীত নির্বাচনে যাবে না বিএনপি। প্রয়োজনীয় সময়ে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেওয়া হবে।’

নির্বাচনের আগে জাতীয় সরকার গঠন করলে সে ক্ষেত্রে বিএনপির অবস্থান কী হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘যখন এ ধরনের প্রেক্ষাপট আসবে তখন বিবেচনা করা হবে।’

নবগঠিত বিএনপির ঢাকা মহানগর শাখার নেতৃত্ব নিয়ে আশা ব‌্যক্ত করে দলটির এই নেতা বলেন, ‘আমরা অত্যন্ত আশাবাদী, তরুণ ও প্রবীণের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে, যা জনগণের মাঝে নিজেদের অবস্থান তৈরি করতে পারবে। জনগণকে নিয়ে আন্দোলন করতে পারবে।’

সরকার হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্তদের কথা চিন্তা করছে না, অভিযোগ করে তিনি বলেন, ‘যেহেতু বর্তমান শাসকদল জনগণের প্রতিনিধিত্ব করে না, তাই তারা হাওর অঞ্চলের জনগণের কথা চিন্তা করছে না। সরকারের উচিত হবে বন্যায় ক্ষতিগ্রস্ত এই হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া।’

বিএনপির মহাসচিব বলেন, ‘এখন দুর্নীতিকে জাতীয়করণ করা হয়েছে। তারা (সরকার) শুধু উন্নয়নের মডেল করছে, কিন্তু কোনো মাস্টারপ্ল্যান করে কাজ করছে না। ফলে এ জনদুর্ভোগ দেখা দিচ্ছে।’



রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৭/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়