ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে’

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ২২ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে’

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন দাবি করেছেন, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে।

শুক্রবার দুপুরে গাজীপুরের সিটি করপোরেশনের রওশন সড়ক এলাকায় বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের পক্ষে গণসংযোগে এসে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘‘সরকার আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে আমাদের সঙ্গে আলোচনা করুক বা না করুক, আমরা বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় দল হিসেবে পরিষ্কার বলে দিয়েছি, সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং নির্বাচনে সেনা মোতায়েন থাকতে হবে। এটা জনগণের দাবি।’’

এ সময় গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, এ দেশের মানুষ নিজের হাতে ভোট দিতে চায়, যাকে ইচ্ছা ভোট দিতে চায়। পরিবর্তন চায়। এই জন্য আজকে গাজীপুরে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘‘খুলনা সিটি নির্বাচনে নতুন কায়দায় ভোট ডাকাতি হয়েছে। এখানে ভোট ডাকাতি করার নানা কৌশল করা হচ্ছে। আমাদের দৃঢ বিশ্বাস খুলনায় যেটা হয়েছে, গাজীপুরের জনগণ সেটা হতে দেবে না।’’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমরা খুলনায় তাদের কৌশল দেখেছি। তাদের নীরব যে ডাকাতি, তার প্রতিরোধ করার জন্য আমাদের নেতা-কর্মীরা প্রস্তুত আছে।’’

আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

 

 

রাইজিংবিডি/গাজীপুর/২২ জুন ২০১৮/হাসমত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়