ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘নিরব দুর্ভিক্ষ চলছে’

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১১, ৮ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘নিরব দুর্ভিক্ষ চলছে’

নিজস্ব প্রতিবেদক : দেশে নিরব দুর্ভিক্ষ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী।

তিনি বলেছেন, মানুষ এখন অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে।

বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণ ঐক্য আয়োজিত নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর বিষয়ে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

কাদের গনি বলেন, ‘দেশের মানুষ যখন নিরব দুর্ভিক্ষের মধ্যে বসবাস করছে তখন ক্ষমতাসীন দলের নেতারা বিদেশে বেগম পল্লী তৈরি করছে।’

এ সময় বক্তারা আরো বলেন, ‘বর্তমানে মানুষের মধ্যে অশান্তি বিরাজ করছে। সরকার চলছে ব্যাংক থেকে ঋণ নিয়ে। এভাবে কোনো স্বাধীন দেশ চলতে পারে না।’

আয়োজক সংগঠনের সভাপতি আরমান হোসেন পলাশের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির গণ শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সাংবাদিক নেতা আফজাল বারী প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ নভেম্বর ২০১৭/নাসির/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়