ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি ছিল না : এসএমপি কমিশনার

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০১, ২৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি ছিল না : এসএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়া বলেছেন, আতিয়া মহলে অভিযানস্থলের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের গাফিলতি ছিল না। সেখানে যারা দায়িত্বে ছিলেন, সবাই যে যার মতো চেষ্টা করেছেন।

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়াস্থ জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান চলাকালে শনিবার সন্ধ্যায় নিরাপত্তাবলয়ের মধ্যে বোমা হামলায় কারো গাফিলতি ছিল কি না এমন প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন এসএমপি কমিশনার।

রোববার সকালে গতকালের বোমা হামলায় আহত ব্যক্তিদের দেখতে ওসমানী হাসপাতালে যাওয়ার পর সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোলাম কিবরিয়া।

গোলাম কিবরিয়া জানান, শনিবারের ঘটনায় সিলেট মহানগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া তল্লাশিচৌকিও বাড়ানো হয়েছে।

বোমা হামলার ঘটনায় নিহত দুই পুলিশ কর্মকর্তার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন এসএমপি কমিশনার।



রাইজিংবিডি/সিলেট/২৬ মার্চ ২০১৭/কামাল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়