ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিতে কাজ চলছে

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ১৭ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিতে কাজ চলছে

নিজস্ব প্রতিবেদক : দেশে নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে দক্ষ চালক তৈরি, সড়ক ও সেতুসমূহ প্রশস্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা।

মঙ্গলবার রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন আয়োজিত সড়ক দুর্ঘটনা রোধবিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ২০১৬-২০১৭ অর্থবছরে বিআরটিসির ১৭টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ১০ হাজার প্রশিক্ষণার্থীকে ড্রাইভিংসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, বিআরটিসির উদ্যোগে নতুন চালকদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক ও যাত্রীদের সাথে সৌজন্য প্রদর্শন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নিরাপদ সড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনের সংস্থান রেখে জাতীয় মহাসড়কসমূহ চার লেনে উন্নীতকরণ প্রকল্প সফলভাবে এগিয়ে চলছে।

আয়োজক সংগঠনটিকে সরকারের নিরাপদ সড়ক ব্যবস্থা কর্মসূচিতে সহায়ক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী অনুষ্ঠানে আয়োজক সংগঠনের পক্ষ থেকে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের হাতে সম্মাননা পদক তুলে দেন।

ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ দিদার বখতের সভাপতিত্ব করেন। এ সময় নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বলরাম পোদ্দার, অরুণ সরকার রানা, ছাত্রলীগ নেতা এইচ এম মেহেদী হাসান, লায়ন সালাম মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।



রাইজিংবিডি/ঢাকা/১৭ অক্টোবর ২০১৭/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ