ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নিরাপদ সড়কের দাবির সঙ্গে ভিপি নুরের একাত্মতা ঘোষণা

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ১৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিরাপদ সড়কের দাবির সঙ্গে ভিপি নুরের একাত্মতা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : বাসচাপায় সহপাঠী নিহতের প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার গেটে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।

মঙ্গলবার সোয়া ৫টার দিকে বসুন্ধরা গেটে এসে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তিনি। আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পশে আছে বলে আশ্বাস দেন তিনি। এ সময় ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা গেট এলাকায় সু-প্রভাত বাসের চাপায় মারা যান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরী। তিনি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আরাফাত আহমেদের বড় ছেলে।

সড়কে শৃঙ্খলা রক্ষায় রাজধানীতে রোববার (১৭ মার্চ) পঞ্চমবারের মতো শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ। ট্রাফিক সপ্তাহের মধ্যেই বাসচাপায় এক শিক্ষার্থী প্রাণ হারালেন। গত বছর জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হন। এর পর থেকে নিরাপদ সড়কের দাবি জোরালো হয়।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মার্চ ২০১৯/নূর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়