ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপের সুযোগ নেই : সেতুমন্ত্রী

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩০, ১৯ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপের সুযোগ নেই : সেতুমন্ত্রী

চার লেন প্রকল্পের পাইলিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ করার সুযোগ নেই।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরে কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতুর চার লেন প্রকল্পের পাইলিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন বলেন, রাষ্ট্রপতি সব দলের সঙ্গে সংলাপ করেছেন। তার এখতিয়ার নির্বাচন কমিশন গঠন করার। তিনি সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করবেন। কাজেই নির্বাচন কমিশন গঠন নিয়ে অন্য কোনো দলের সঙ্গে সংলাপ করার সুযোগ নেই।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায় অপরাধীদের জন্য সতর্ক বার্তা। সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে দল থেকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, জাপান-বাংলাদেশের যৌথ সহায়তায় এ তিনটি সেতু নির্মাণে ব্যয় হবে সাড়ে আট হাজার কোটি টাকা। এর মধ্যে জাইকা দেবে সাড়ে ছয় হাজার কোটি টাকা। বাংলাদেশ দেবে দুই হাজার কোটি টাকা।

 

 

রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/১৭ জানুয়ারি ২০১৭/হাসান উল রাকিব/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়