ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নির্বাচনকে চ্যালেঞ্জ করে বিএনপির আরো ৭ প্রার্থীর মামলা

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ১৭ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচনকে চ্যালেঞ্জ করে বিএনপির আরো ৭ প্রার্থীর মামলা

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে বিএনপি ও ঐক্যফ্রন্টের আরো ৭ প্রার্থী মামলা করেছেন।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসব আবেদন করা হয়েছে বলে জানান আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার এম. আতিকুর রহমান, অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন এবং অ্যাডভোকেট খন্দকার বাহার রুমী।

মামলাকারী প্রার্থীরা হলেন অ্যাডভোকেট আবু ইউসুফ মো. খলিলুর রহমান (জয়পুরহাট-২), মাহমুদুল হক রুবেল (শেরপুর-৩), আবু ওহাব আকন্দ ওয়াহিদ (ময়মনসিংহ-৪), আবুল হোসেন খান (বরিশাল-৬), মো: শরিফুল আলম (কিশোরগঞ্জ-৬), শাহ মো: ওয়ারেছ আলী মামুন (জামালপুর-৫) এবং আনোয়ারুল হক (নেত্রকোনা-২)।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি বিএনপি, গণফোরাম ও প্রগ্রেসিভ ডেমোক্রেটিভ পার্টি (পিডিপি) এর ৭৫ জন প্রার্থী হাইকোর্টের নির্বাচনী আদালতে নির্বাচন বাতিল চেয়ে আবেদন করেন।



রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি ২০১৯/মেহেদী/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়