ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নিষেধাজ্ঞার প্রতিবাদে অটোরিকশা চালকদের বিক্ষোভ

বিলাস দাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ১৩ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিষেধাজ্ঞার প্রতিবাদে অটোরিকশা চালকদের বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে পুলিশের জারি করা নিষেধাজ্ঞার প্রতিবাদে  ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন।

দুই সহস্রাধিক ব্যাটারিচালিত অটোরিকশা চালক বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ সমাবেশ করেন। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান নেন।

পটুয়াখালী জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান জানান, বুধবার স্থানীয় পুলিশ প্রশাসন পৌর শহরে মাইকযোগে একটি নিষেধাজ্ঞা জারি করেন। তাতে বলা হয়, শহরে কোনো ধরনের ব্যাটারিচালিত আটোরিকশা চলাচল করতে পারবে না। শুধু তাই নয়, অতিসত্বর রিকশা মালিকপক্ষ শহর থেকে যেন এ ধরনের যান অপসারণ করেন। তা না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অটোরিকশা চালক মো. আলতাব হোসেন (৩৫) বলেন, ‘আমি শারীরিক প্রতিবন্ধী। কিন্তু ভিক্ষা করি না। সংসার চালাতে এনজিও থেকে ঋণ নিয়ে একটি অটোরিকশা কিনে চালাই এবং পরিবারের ভরণপোষণ করি। এখন যদি পুলিশ তা বন্ধ করেন, তা হলে আমার অবস্থা কী হবে?’

আল-আমীন বলেন, ‘আমিও এনজিও থেকে ঋণ নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে জীবিকা নির্বাহ করি। কিন্তু পুলিশ তা চালাতে বারণ করেছে। তাদের এ নিয়ম বহাল থাকলে আমরা কী খাব?’

রিকশা চালকরা পুলিশ সুপার কার্যালয়ে গেলে অতিরিক্ত পুলিশ সুপার মো.  সাহেব আলী পাঠান বলেন, ‘যেহেতু স্যার অফিসে নেই, তাই আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। তিনি আসলে আমি তাকে আপনাদের বিষয়টি অবহিত করব।’ 

জেলা প্রশাসক এ কে এম শামীমূল হক সিদ্দিকী বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে যে রিকশা মানুষ পা দিয়ে বহন করত, তা এখন যন্ত্র দিয়ে বহন করা হচ্ছে, যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। তাই সে ক্ষেত্রে সকলের বিবেচনা করা উচিৎ।



রাইজিংবিডি/পটুয়াখালী/১৩ এপ্রিল ২০১৭/বিলাস দাস/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়