ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নোবিপ্রবিতে শিক্ষার্থী বহিষ্কার

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৫, ১৬ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নোবিপ্রবিতে  শিক্ষার্থী বহিষ্কার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (ইএসডিএম) বিভাগের শিক্ষার্থী তানভীর নেওয়াজ পিয়াসকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হলে জাতীয় শোক দিবসের খাবার বিতরণকালে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। পিয়াস ওই বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী। 

ঘটনা তদন্তে হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ ইউছুফ মিঞাকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন ইএসডিএম বিভাগের চেয়ারম্যান জয়ন্ত কুমার বসাক ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রভাষক মো. রুবেল মিয়া।



রাইজিংবিডি/নোয়াখালী/১৬ আগস্ট ২০১৭/মাওলা সুজন/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়