ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নোয়াখালীতে সন্ত্রাসী হামলায় ১৭ বন কর্মকর্তা আহত

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৪, ৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নোয়াখালীতে সন্ত্রাসী হামলায় ১৭ বন কর্মকর্তা আহত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে গাছ কাটায় বাধা দেওয়ায় সন্ত্রাসী হামলায় ১৭ বন কর্মকর্তা আহত হয়েছেন।

 

বুধবার সন্ধ্যায় হাতিয়া উপজেলার বৌ-বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

আহতরা হলেন বন বিভাগের নিঝুমদ্বীপ রেঞ্জের বিট কর্মকর্তা নূরে আলম হাফিজ, জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আলম চৌধুরী, বিট কর্মকর্তা ওমর ফারুক, নিঝুমদ্বীপের ফরেস্টার নূর উল্যা চৌধুরী, আবু মুসা খান, আশরাফুল মমিন ফারুক, আলমগীর হোসেন, মোশারফ হোসেনসহ ১৭ জন।

 

নিঝুমদ্বীপ রেঞ্জের বিট কর্মকর্তা নূরে আলম হাফিজ বলেন, ‘কয়েকদিন ধরে একদল সন্ত্রাসী নিঝুমদ্বীপ থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে। বুধবার সন্ধ্যায় গাছ কাটার সময় বাধা দিলে  বন কর্মকর্তাদের ওপর হামলা করে সন্ত্রাসীরা।  হামলায় ১৭ বন কর্মকর্তা আহত হন। স্থানীয় লেদু মাঝির ছেলে বনদস্যু ইউছুফের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের ওপর  হামলা চালিয়েছে।’

 

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম ফারুক জানান, নিঝুমদ্বীপের গাছ কাটা নিয়ে সন্ত্রাসীদের সঙ্গে বন কর্মকর্তাদের সংঘর্ষ হয়েছে। বন বিভাগের কর্মকর্তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

রাইজিংবিডি/নোয়াখালী/৫ জানুয়ারি ২০১৭/ মাওলা সুজন/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়