ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নৌ-ধর্মঘট স্থগিত

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১০, ১৭ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নৌ-ধর্মঘট স্থগিত

সচিবালয় প্রতিবেদক : সরকার, নৌযান মালিক ও শ্রমিকদের সর্বসম্মত সিদ্ধান্তে চলমান কর্মবিরতি ও ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হয়েছে।

শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার রাতে শ্রমিক পক্ষ থেকে এ সিদ্ধান্ত ঘোষণা করেন নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাসনা, শ্রম অধিদপ্তরের মহাপরিচলাক এ কে এম মিজানুর রহমান। মালিক পক্ষে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল হক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু ও বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সভাপতি হাবিবুল্লাহ বাচ্চু।

সভায় জানানো হয়, নৌযান শ্রমিকদের ১ থেকে ৭ নম্বর দফা দাবি আগামী ৪৫ কর্ম দিবসের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। ৮ থেকে ১১ নম্বর দফা দাবি সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় উদ্যোগ নেবে।

ধর্মঘট উঠে যাওয়ায় বুধবার সকাল থেকে নৌযান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।




রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৯/নঈমুদ্দীন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়