ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পটুয়াখালীতে আকস্মিক ঘূর্ণিঝড়, বহু ঘর বিধ্বস্ত

বিলাস দাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ১৩ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পটুয়াখালীতে আকস্মিক ঘূর্ণিঝড়, বহু ঘর বিধ্বস্ত

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর রাঙাবালী উপজেলায় সোমবার রাতে ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এতে ১০ জন আহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে শতাধিক ঘর।

উপজেলার চরমন্তাজ ইউনিয়নের চেয়ারম্যান মো. হানিফ মিয়া জানান, রাতে ইউনিয়নের চর মারগারেট, বাইলাবুনিয়া বাজার, পুরান বাজার, বউ বাজার, স্লুইজ বাজার এলাকায় আকস্মিকভাবে ঘূণিঝড় আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়েছে।



চালিতাবুনিয়া ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান জানান, অতিরিক্ত জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় অন্তত দুই শতাধিক মানুষ বেড়িবাঁধের উপড়ে ঝুপড়ি করে বসবাস করছেন। এর মধ্যে আকস্মিক ঝড়ে দুই শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মাছুমুর রহমান জানান, এই উপজেলাটি দুর্গম চরাঞ্চলে হওয়ায় তিনি নিজে সেখানে পৌঁছাতে পারেননি। তবে দুইজন উপজেলা নির্বাহী অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে প্রাথমিকভাবে বিতরণের জন্য ২৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী আরো দেওয়া হবে।




রাইজিংবিডি/পটুয়াখালী/১৩ জুন ২০১৭/বিলাস দাস/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়