ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পদ্মার স্রোতে সেতুতে ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

মো. মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ৯ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পদ্মার স্রোতে সেতুতে  ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার গোলডাঙ্গী এলাকার পুরাতন সেতুটি পদ্মার স্রোতে ধসে গেছে।

রোববার সকাল ৬টার দিকে বিকট শব্দে সেতুটির পূর্ব পাশের একটি অংশ ধসে যায়। ফলে ফরিদপুর শহরের সঙ্গে নর্থচ্যানেল ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

স্থানীয়রা জানান, গোলডাঙ্গী এলাকার পুরাতন সেতুটির পাশে একটি বড় সেতুর নির্মাণ কাজ চলছে। কাজের কারণে পদ্মা নদীর উৎসমুখ বাঁশ ও মাটি দিয়ে বন্ধ করা ছিল। পদ্মার পানি বৃদ্ধির ফলে বন্ধ থাকা অংশে পানির চাপ বাড়তে থাকে। ভোরে পানির স্রোতে সেতুটি ধসে যায়।

নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানান, চরাঞ্চলের সঙ্গে যোগাযোগের একমাত্র সেতুটি ধসে যাওয়ায় বিপাকে পড়েছেন কয়েক হাজার মানুষ।

এদিকে রোববার গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি গত ২৪ ঘণ্টায় ১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মায় পানি বৃদ্ধির ফলে ফরিদপুরের নিচু এলাকায় পানি ঢুকতে শুরু করেছে।




রাইজিংবিডি/ফরিদপুর/৯ জুলাই ২০১৭/মনিরুল ইসলাম টিটো/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়