ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪৮, ৭ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

ঠাকুরগাঁও সংবাদদাতা: এবারের এসএসসি সমমানের পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা করেছে ঠাকুরগাঁওয়ের সাহাব উদ্দীন (১৬) নামে এক শিক্ষার্থী।

জানা যায়, পরীক্ষায় অকৃতকার্য হলে এই শিক্ষার্থী সোমবার বিকেলে আত্মহননের উদ্দেশে একপ্রকার গ্যাস ট্যাবলেট খায়। প্রথমে তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সাহাব উদ্দীন বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর জঙ্গলবাড়ী গ্রামের একরামুল হকের ছেলে। তিনি মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর নয়াদিঘী এম রফিক আলিম মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিলেন। কিন্তু ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছেন।

ওই মাদরাসার নৈশপ্রহরী নুরুল ইসলাম জানান, সোমবার দুপুরে ফলাফল পাওয়ার পর বিকালেই ওই ট্যাবলেট খায় সাহাব উদ্দীন।

ঘটনা শুনে শিক্ষার্থীর বাড়ীতে পুলিশ পাঠানো হয়েছে জানান বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক।



রাইজিংবিডি / ঠাকুরগাঁও/ ৭ মে ২০১৯/ তানভীর হাসান তানু /টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়