ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাকিস্তানে যেতে চাইছেন না লঙ্কান ক্রিকেটাররা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ১৪ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানে যেতে চাইছেন না লঙ্কান ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত সফরে বর্তমানে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলছে শ্রীলঙ্কা। এই দলটির বিপক্ষে মাসের শেষ দিকে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি পাকিস্তানে খেলার কথা রয়েছে শ্রীলঙ্কা দলের।

তবে শুরুতে রাজি হলেও নিরাপত্তার কথা বিবেচেনা করে লাহোরে গিয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেটাররা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ ৪০ জন ক্রিকেটার পাকিস্তানে খেলতে না যাওয়ার কথা জানিয়েছেন। বোর্ডের কাছে লেখা এক চিঠিতে এমনটা জানিয়েছেন তারা।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ প্রায় সকল ক্রিকেটারেরই এই চিঠিতে স্বাক্ষর করেছেন। লাহোরের পরিবর্তে বিকল্প ভেন্যু বেছে নেওয়ার জন্য লঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) কাছে অনুরোধ জানিয়েছেন তারা।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ এক সূত্র ক্রিকবাজকে জানায়, ‘এসএলসি এ নিয়ে ক্রিকেটারদের সঙ্গে খুব তাড়াতাড়ি আলোচনায় বসবে। সিরিজের মাঝপথে আমরা তাদের সঙ্গে ঝামেলায় যেতে চাই না। তবে এ ব্যাপারে বিকল্প কোনো পছন্দ ছাড়াই আমরা এগিয়ে এসেছি। লাহোরের পরিস্থিতি নিয়ে আইসিসি শনিবার (আজ) খেলোয়াড়দের সঙ্গে কথা বলবে।’



রাইজিংবিডি/ঢাকা/১৪ অক্টোবর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়