ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘পাঞ্জাবের ধানখেতে আগুনের ছবি বগুড়ার বলে প্রচার উ‌দ্দেশ্যমূলক’

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ২৩ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পাঞ্জাবের ধানখেতে আগুনের ছবি বগুড়ার বলে প্রচার উ‌দ্দেশ্যমূলক’

জ্যেষ্ঠ প্র‌তিবেদক : ভারতের পাঞ্জাবে ধানখেতে আগুনের ছবি উদ্দেশ্যমূলকভাবে বগুড়ায় ধানখেতে আগুন বলে প্রচার করা হচ্ছে বলে দা‌বি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি আয়োজিত ‘বাংলাদেশে নারীর অগ্রযাত্রা ও স্বদেশ গড়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভূমিকা ’ শীর্ষক এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

হানিফ বলেন, ‘ফেসবুকে ধানের খেতে আগুনের ছবি দেওয়া হয়। বলা হয়, বগুড়ায় ধানের খেতে আগুন দেওয়া হয়েছে। আমরা খবর নিয়েছি বগুড়ায় আগুন দেওয়া হয়নি।’

‘ভারতের পাঞ্জাবে ধানখেতে আগুন লেগেছিল। ওই দেশের সরকার সেটা নেভানোর চেষ্টা করেছিল। উদ্দেশ্যমূলকভাবে সেই ছবি বগুড়ায় ধানখেতে আগুন বলে প্রচার করা হচ্ছে।’

পাটকল শ্রমিকদেরও উদ্দেশ্যমূলকভাবে উস্কে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।

তিনি বলেন, ‘পাটকল শ্রমিকদের উস্কে দেওয়া হচ্ছে। এর আগে তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে সরকার উৎখাতে ব্যর্থ হয়েছে। এখন এই ধরনের পথ বেছে নিয়েছে। এতেই প্রমাণ হয় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে।’

‘এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন বাধাগ্রস্ত করতে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র জনগণ সহ্য করবে না। আমি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কাছে দাবি জানাই, যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।’

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘জঙ্গিবাদের সহায়ক শক্তি জামায়াত-বিএনপি। এরা ধর্মকে ব্যবহার করে অধর্মের কাজ করে। খালেদা জিয়ার নেতৃত্বে জামায়াত কৃষি, শিল্পকে ধ্বংস করেছিল, জঙ্গিবাদের সৃষ্টি করেছিল।’

‘শেখ হাসিনা এই জঙ্গিবাদকে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করেছেন। তারপরও এদের ষড়যন্ত্র থেমে নেই। এদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।’

নারী উন্নয়নের শেখ হাসিনার সফলতার কথা তুলে ধরে মতিয়া চৌধুরী বলেন, ‘দীর্ঘ ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেখ হাসিনা বাবার পাশাপাশি মায়ের নামও লেখার সরকারি নির্দেশ দিয়েছিলেন। আজ হাইকোর্ট বাবার পাশাপাশি মায়ের নাম লেখার নিদের্শ দিয়ে সেই কথায় স্মরণ করিয়ে দিয়েছেন।’

‘শেখ হাসিনা ওই সময় ইউনিয়ন পরিষদে সরাসরি নারীদের নির্বাচনের ব্যবস্থা চালু করেস। তিনি প্রথম নারী বিচারপতি করেন। আজ যে নারীর অগ্রগতি সেটা শেখ হাসিনাই শুরু করেন।’

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক সুলতানা শফির সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক আনোয়ার হোসেন।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মহিলাবিষয়ক সম্পদক ফজিলাতুন্নেছা ইন্দিরা, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম ঠান্ডু সেমিনারে বক্তব্য রাখেন।

 

 

রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/২৩ মে ২০১৯/‌রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়