ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

পাবনায় অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর কারাদণ্ড

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ১৮ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাবনায় অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনায় অস্ত্র মামলায় ইমরান হোসেন শান্ত (৩০) নামে এক যুবককে ১৭ বছরের  কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বেলা ১১টার দিকে পাবনার অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক শরনিম আক্তার এই রায় দেন। শান্ত পাবনা পৌর এলাকার দক্ষিণ রাঘবপুর মহল্লার সুলতান খানের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার জাহিদ রানা জানান, ২০১১ সালের ৯ নভেম্বর একটি বন্দুক ও চারটি গুলিসহ শান্তকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় শান্তকে আসামি করে পুলিশ অস্ত্র আইনে মামলা দায়ের করে। সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার আদালতের বিচারক মামলার দুটি ধারার মধ্যে অবৈধ অস্ত্র রাখার দায়ে ১০  ও গুলি রাখার দায়ে ৭ বছরের কারাদণ্ড প্রদান করেন।




রাইজিংবিডি/পাবনা/১৮ সেপ্টেম্বর ২০১৭/শাহীন রহমান/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়