ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাবনায় গাভীর ৩ বাছুর প্রসব!

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ১৬ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাবনায় গাভীর ৩ বাছুর প্রসব!

পাবনা প্রতিনিধি : পাবনার বেড়ায় একটি দেশি প্রজাতির গাভী তিনটি এড়ে (পুরুষ) বাছুর জন্ম দিয়েছে। অবিশ্বাস্য হলেও এটাই সত্য। তিনটি বাছুর ও গাভীটি বর্তমানে সুস্থ রয়েছে।

উপজেলার জাতসাখিনী ইউনিয়নের মাস্টিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গাভীটির মালিক মোশাররফ হোসেন বলেন, ‘দুই দিন পূর্বে গাভীটি সাঁথিয়া উপজেলার হলুদঘর গ্রাম থেকে ১ লাখ ২৭ হাজার টাকা দিয়ে ক্রয় করি।

শনিবার ভোরে ঘুম থেকে উঠে গোয়ালঘরে খাবার দিতে গিয়ে দেখি গাভীটি শুয়ে রয়েছে। পাশে তিনটি সদ্য জন্ম নেওয়া বাছুর। বর্তমানে গাভী এবং তিনটি বাছুরই সুস্থ রয়েছে। তবে তিনটি বাছুর হওয়ায় মা গাভীর দুধে সংকুলান হচ্ছে না।’

এ খবর ছড়িয়ে পড়লে বাছুর ও গাভী দেখতে ভিড় করছে উৎসুক মানুষ।



রাইজিংবিডি/পাবনা/১৬ ডিসেম্বর ২০১৮/শাহীন রহমান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়