ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৫, ৫ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাবনা প্রতিনিধি : জেলার সদর উপজেলার মজিদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক নছিমন চালকসহ দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নছিমন চালক সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের আত্রাই গ্রামের মৃত মনছের আলীর ছেলে রোকন আলী (৪৫)। অপরজনের নাম সম্রাট (৩০)। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সময় রাজশাহী থেকে একটি যাত্রীবাহী বাস পাবনা যাচ্ছিল। বাসের সামনে একইদিকে যাচ্ছিল গরুবোঝাই ইঞ্জিন চালিত নছিমন। পথিমধ্যে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মজিদপুরে পৌঁছে দ্রুতগতির বাসটি ওভারটেক করতে গিয়ে নছিমনকে ধাক্কা দেয়। এতে নছিমনটি রাস্তার পাশে উল্টে গিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নছিমন চালক রোকন মারা যায়।

আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সম্রাটকে মৃত ঘোষণা করেন। আহত অপর পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মোটরসাইকেল চালক পলাশের (৪০) অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।




রাইজিংবিডি/পাবনা/৫ নভেম্বর ২০১৭/শাহীন রহমান/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়