ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের সুড়ঙ্গ ধ্বংস করেছে উত্তর কোরিয়া

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ২৪ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের সুড়ঙ্গ ধ্বংস করেছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক অস্ত্র পরীক্ষা কেন্দ্রের সুড়ঙ্গ ধ্বংস করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে শীর্ষ সম্মেলনকে সামনে রেখে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বৃহস্পতিবার দেশটির পুংগিয়ে-রি পারমাণবিক অস্ত্র পরীক্ষাকেন্দ্রে বিস্ফোরণ ঘটিয়ে সুড়ঙ্গ ধ্বংস করা হয়েছে।

পুংগিয়ে-রি কেন্দ্র পরিদর্শনে নিয়ে যাওয়া বিদেশি সাংবাদিকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

উত্তর কোরিয়া তাদের এ পরীক্ষাকেন্দ্রেই ছয়টি পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছিল। দেশটিরর উত্তর-পূর্বাঞ্চলের মাউন্ট মানটাপ পর্বতের নিচে খোঁড়া কয়েকটি সুড়ঙ্গের মধ্য দিয়ে এ কেন্দ্রটি গড়ে তোলা হয়েছিল।

স্থানীয় সময় সকাল ১১টায় সুড়ঙ্গ ধ্বংস শুরু হয়। বিস্ফোরণের পর সুড়ঙ্গ একটি পর্যবেক্ষণ টাওয়ার ধ্বসে পড়ে।
 

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, বিস্ফোরণস্থল থেকে কোনো তেজস্ক্রিয় পদার্থ বের হয়নি। এছাড়া আশেপাশের পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন কোনো কিছুও ঘটেনি।

বার্তা সংস্থাটি বলেছে, ‘পারমাণবিক পরীক্ষা কেন্দ্রটির সুড়ঙ্গ এমনভাবে ধ্বংস করা হয়েছে যাতে বিস্ফোরণের কারণে সবগুলো সুড়ঙ্গ ধ্বসে পড়ে এবং সুড়ঙ্গের প্রবেশমুখ পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং একইসময় যাতে সেখানকার কিছু নিরাপত্তা ব্যবস্থা ও পর্যবেক্ষণ কেন্দ্রও ধসে পড়ে।’





রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়