ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পার্ক জিউনের সাজার মেয়াদ বাড়ল ৮ বছর

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ২০ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পার্ক জিউনের সাজার মেয়াদ বাড়ল ৮ বছর

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির দায়ে কারাদণ্ডপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার প্রাক্তন ও দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের সাজার মেয়ার আরো আট বছর বাড়ল। এর ফলে এখন তাকে ৩২ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

শুক্রবার দক্ষিণ কোরিয়ার একটি আদালত পার্ক জিউনের সাজা আট বছর বাড়ানোর এ আদেশ দেন।

রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার তহবিলের লোকসান ও ২০১৬ সালের সংসদীয় নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ প্রমাণিত হওয়ায় পার্ক জিউনের সাজা বাড়ানো হয়।

সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট শুক্রবার রায় দেন যে, বিভিন্ন দুর্নীতির অভিযোগে ইতোমধ্যে ২৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পার্ক তার সাবেক সহযোগীদের সঙ্গে আঁতাত করে জাতীয় গোয়েন্দা সংস্থার তহবিলের ৩.৩ বিলিয়ন উন লোকসান করেছেন।

জ্যেষ্ঠ বিচারক সিয়ং চ্যাং-হো বলেন, ‘অভিযুক্ত তিন বছরে জাতীয় গোয়েন্দা সংস্থার তিন প্রধানের কাছ থেকে প্রায় ৩ বিলিয়ন উন গ্রহণ করেন। এর মাধ্যমে অভিযুক্ত রাষ্ট্রীয় অর্থের উল্লেখযোগ্য ক্ষতিসাধন করেছেন।’

আদালত জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার প্রাক্তন তিন প্রধান স্বীকারোক্তি দিয়েছেন যে, তারা পার্ককে তার আদেশে ওই তহবিল দিয়েছিলেন।

বিচারকার্য চলাকালে শুনানি ও প্রসিকিউটরদের প্রশ্নের সময় অসহযোগিতার অভিযোগে বিচারক পার্ক জিউন হাইকে তিরষ্কার করেন।

উল্লেখ্য, পার্ক জিউন হাই তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।

তথ্য : আল জাজিরা



রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়