ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পার্বত্য মেলা শুরু

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ২১ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পার্বত্য মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক : সমতলের মানুষকে পার্বত্য জনসংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যের পরিচয় করিয়ে দিতে ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী পার্বত্য মেলা ২০১৯।

বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে মেলা  উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে পার্বত্য এলাকার মানুষের জীবন-সংস্কৃতি, পোশাক-পরিচ্ছদ, ইতিহাস-ঐতিহ্য বিষয়ক তথ্যাদি সমতলের মানুষের মধ্যে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানান মেলায় দায়িত্বরত কর্মকর্তারা। মেলায় দেশি-বিদেশি প্রতিষ্ঠানের জন্য ৯৩টি স্টল থাকবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত থাকবে পার্বত্য চট্টগ্রামের শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।

২১ মার্চ থেকে শুরু হওয়া এ মেলা চলবে ২৪ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেলা। মেলার দর্শনার্থীদের জন্য প্রবেশ সম্পুর্ণ ফ্রি রাখা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৯/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়