ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাসপোর্ট ছাড়া ১১ বিদেশির রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের চেষ্টা

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাসপোর্ট ছাড়া ১১ বিদেশির রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের চেষ্টা

কক্সবাজার প্রতিনিধি : পাসপোর্ট ছাড়াই ১১ বিদেশি নাগরিক কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের চেষ্টা চালিয়েছে। যদিও পরে এই ১১ বিদেশিকে আটক করেছে র‌্যাব। আটকদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

শুক্রবার দুপুরে উখিয়া ডিগ্রি কলেজসংলগ্ন ত্রাণকেন্দ্রের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক বিদেশি নাগরিকদের মধ্যে যুক্তরাজ্যের দুজন, নেদারল্যান্ডসের একজন, তুরস্কের একজন, দক্ষিণ কোরিয়ার একজন, কেনিয়ার একজন, ইতালির দুজন, ব্রাজিলের একজন, বেলজিয়ামের একজন ও নরওয়ের একজন রয়েছে।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, র‌্যাব ১১ জন বিদেশি নাগরিককে থানায় হস্তান্তর করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে বিদেশি এসব নাগরিকের কাছে পাসপোর্ট নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান আবুল খায়ের।




রাইজিংবিডি/কক্সবাজার/২৩ ফেব্রুয়ারি ২০১৮/সুজাউদ্দিন রুবেল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়