ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাসপোর্ট তৈরি চেষ্টাকালে রোহিঙ্গা নারী আটক

হাসমত আলী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ১৪ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাসপোর্ট তৈরি চেষ্টাকালে রোহিঙ্গা নারী আটক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট করার চেষ্টাকালে এক রোহিঙ্গা নারী আটক হয়েছে।

রোববার দুপুরে গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ওই নারী ফারিয়া মীম (২০), বাবা মঞ্জু শেখ ও মাতা পারভীন বেগম, গাজীপুরের শ্রীপুর উপজেলার ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করার চেষ্টা করছিলেন।

গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. সালেহ উদ্দিন জানান, দুপুর ১২টার দিকে গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ওই ঠিকানা ব্যবহার করে পাসপোর্টের জন্য আবেদন করেন মীম। তার কথায় ও আচরণে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি রোহিঙ্গা ও কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ছিলেন বলে স্বীকার করেন। পরে তাকে গাজীপুর মেট্টোপুলিশের সদর থানায় সোপর্দ করা হয়েছে।

গাজীপুর সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ সমীর চন্দ্র সূত্রধর জানান, ওই নারীকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।



রাইজিংবিডি/গাজীপুর/১৪ অক্টোবর ২০১৮/হাসমত আলী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়