ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

পাহাড়ে সাইকেল প্রতিযোগিতা ২৪ মার্চ শুরু

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ২২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাহাড়ে সাইকেল প্রতিযোগিতা ২৪ মার্চ শুরু

সচিবালয় প্রতিবেদক : ‘পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় সাইকেল চালনা প্রতিযোগিতা শুরু হচ্ছে ২৪ মার্চ। রাঙ্গামাটি জেলার সাজেক ভ্যালি থেকে সাইকেল চালনা শুরু হয়ে ২৫০ কিলোমিটার দূর্গম পাহাড়ি এলাকা পাড়ি দিয়ে ২৬ মার্চ শেষ হবে বান্দরবানের নীলগিরিতে। পর্যটন শিল্পের বিকাশে এ সাইকেল চালনা প্রতিযোগিতার আয়োজন করছে সরকার।’

বুধবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ট্যুর ডি সিএইচটি মাউন্টেন বাইক প্রতিযোগিতা’ নামে এ প্রতিযোগিতার আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে যাতে দেশি-বিদেশি পর্যটকদের আগ্রহ সৃষ্টি হয়। পর্যটন স্পট হিসেবে পার্বত্য চট্টগ্রামকে সবার কাছে পৌঁছে দিতেই মূলত আমাদের এই আয়োজন।’ 

নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, ‘মাউন্টেন বাইকিং আমাদের দেশে তেমন জনপ্রিয় নয়। বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের বাইক চালনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সফল হলে প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজন করা হবে।’

তিনি জানান, ৪২ জন প্রতিযোগী এ বাইক প্রতিযোগিতায় অংশ নেবেন। প্রতিযোগীদের মধ্যে একজন নারী রয়েছেন। প্রতিযোগী ও কর্মকর্তারা ২৩ মার্চ রাঙ্গামাটি পার্বত্য জেলার সাজেক ডিজিটাল প্রাইমারি স্কুলে পৌঁছাবেন। ২৪ মার্চ সকাল সাড়ে ৭টায় নির্ধারিত স্থান থেকে এই প্রতিযোগিতা শুরু হবে। খাগড়াছাড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজুরী চৌধুরী প্রতিযোগিতার উদ্বোধন করবেন। 

তিনি আরো জানান, প্রতিযোগীরা প্রথম দিন ৬৮ দশমিক ৫ কিলোমিটার পথ অতিক্রম করবেন। এরমধ্যে থাকবে মাচালং বাজার, বাঘাইহাট, দিঘিনালা বাজার। প্রতিযোগীরা খাগড়াছড়ি শহরে পৌঁছালে প্রতিযোগিতার মূল্যায়ন ফলাফল ঘোষণা ও পরবর্তী দিনের প্রতিযোগিতা সম্পর্কিত নির্দেশনা দেওয়া হবে। রাতে তারা খাগড়াছড়ি শহরে উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে অবস্থান করবেন।

প্রতিযোগীরা ২৫ মার্চ খাগড়াছড়ি শহর থেকে যাত্রা শুরু করে রাঙ্গামাটি শহরে গিয়ে পৌঁছাবেন। দ্বিতীয় দিন প্রতিযোগীদের ৭১ দশমিক ৩ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। এ পথে পড়বে খাগড়াছড়ি চেঙ্গিব্রিজ, মাইশছড়ি বাজার, মহালছড়ি, কেঙ্গালছড়ি, বেতছড়ি বগাছড়ি, ঘিলাছড়ি, কুতুকছড়ি ও মানিকছড়ি। সেখানেও প্রতিযোগিতার মূল্যায়ন ফলাফল ঘোষণা ও পরবর্তী দিনের প্রতিযোগিতা সম্পর্কিত নির্দেশনা দেওয়া হবে।

২৬ মার্চ সকাল ৭টায় রাঙ্গামাটি শহর থেকে প্রতিযোগিতা শুরু হয়ে বান্দরবান শহর হয়ে নীলগিরিতে পৌঁছানোর পর এ প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শেষ হবে জানিয়ে নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, ‘শেষ দিনে সাইক্লিস্টদের ১০৩ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এ দিন প্রতিযোগিদের আসাম বস্তি ব্রিজ, কাপ্তাই, বড়ইছড়ি, লিচুবাগান, চন্দ্রঘোনা ফেরিঘাট, কারিগরপাড়া বাজার, বাঙ্গালহালিয়া, দশমাইল নতুন বাজার, উলুপাড়া, বালাঘাটা, স্বর্ণমন্দির, সাগুব্রিজ। বান্দরবানে প্রাতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।’

সচিব বলেন, ‘প্রতিযোগিতায় প্রথন স্থান অধিকারীকে ৮০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৬০ হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারীকে ৪০ হাজার টাকার সমপরিমাণ অংকের এমটিভি হিমালয় স্পন্সরশিপ দেওয়া হবে। যার মাধ্যমে তারা ভারতে এ জাতীয় আর একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।’

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বান্দরবান স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। প্রতিযোগীদের স্বাস্থ্যগত সমস্যা সমাধানে পথে পর্যাপ্ত মেডিক্যাল টিম থাকবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাব যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করেছে।



রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৭/নঈমুদ্দীন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়