ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

পিচিচি ট্রফি জিতলেন মেসি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৩, ২২ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পিচিচি ট্রফি জিতলেন মেসি

চতুর্থবার লা লিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক : এবারের লা লিগা শিরোপা জিততে পারেনি বার্সেলোনা। তবে  লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জিতেছেন বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসি।

লা লিগার শেষ দিন রোববার এইবারের বিপক্ষে জোড়া গোল করেন মেসি। ২০১৬-১৭ মৌসুমে লিগে মেসি মোট গোল করেছেন ৩৭টি। দ্বিতীয় স্থানে থাকা তার ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজের চেয়ে আট গোল বেশি করে পিচিচি ট্রফি জিতেছেন মেসি। তৃতীয় সর্বোচ্চ ২৫ গোল শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর।

এটি মেসির ক্যারিয়ারের চতুর্থ পিচিচি ট্রফি। এই ট্রফি জয়ে তিনি ছাড়িয়ে গেলেন রোনালদোকে (তিনবার)। আর ধরে ফেললেন ফেরেঙ্ক পুসকাসকে (চারবার)। মেসির সামনে আছেন কেবল হুগো সানচেজ, কুইনি, আলফ্রেডো ডি স্টেফানো (পাঁচবার) ও তেলমো জারা (ছয়বার)।

মেসি পিচিচি ট্রফি প্রথম জিতেছিলেন ২০১১-১২ মৌসুমে। সেবার লিগে গোল করেছিলেন ৫০টি। বার্সা ফরোয়ার্ড পরের মৌসুমে ৪৬ গোল করে আবার জেতেন এই ট্রফি। এবারের আগে সবশেষ ২০১৪-১৫ মৌসুমে জিতেছিলেন ৪৩ গোল করে।




রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়