ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পিরোজপুরে মতুয়া মিশনের প্রতিনিধি সম্মেলন

কুমার শুভ রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ২০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পিরোজপুরে মতুয়া মিশনের প্রতিনিধি সম্মেলন

মতুয়া সম্প্রদায়ের শোভাযাত্রা

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের জেলা কমিটি গঠন উপলক্ষে মতুয়া প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে শহরের খুমুরিয়া এলাকার বিপিনচাঁদ সেবা আশ্রমে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে উদযাপন পরিষদের আহ্বয়ক অনিল কৃষ্ণ হালদার সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মতুয়া মিশনের (ওড়াকান্দি) সভাপতি পদ্মনাভ ঠাকুর।

কেন্দ্রীয় নির্বাহী সভাপতি ও মাসিক মতুয়া দর্পণ পত্রিকার সম্পাদক সুবর্ণা দেবী ঠাকুর মঙ্গলদ্বীপ জ্বালিয়ে এবং হরি-গুরুচাঁদ যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি সুপতি ঠাকুর প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করেন।

এর আগে মতুয়া সম্প্রদায়ের সদস্যরা বিভিন্ন ঢাকঢোল নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রায় পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেকসহ সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক অংশ নেন।

শোভাযাত্রাটি বিপিনচাঁদ সেবা আশ্রম থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আশ্রমে গিয়ে শেষ হয়।

পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিকাশ মজুমদার, সাবেক সচিব ড. মিহির কান্তি মজুমদার, সংগঠনের বরিশাল বিভাগীয় সভাপতি প্রফেসর ড. গোকুল চন্দ্র বিশ্বাস, কেন্দ্রীয় মহাসচিব অনন্ত মুখার্জী, সিনিয়র সহসভাপতি বিপুল প্রিয় সিকদার, শিক্ষক বিজয় কৃষ্ণ মণ্ডল, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার প্রমুখ।

প্রতিনিধি সম্মেলনে বিকাশ মজুমদারকে সভাপতি, চিত্ত রঞ্জন হাওলাদারকে সহসভাপতি এবং অসিম কুমার মজুমদারকে সাধারণ সম্পাদক করে মতুয়া মিশনের পিরোজপুর জেলা কমিটি গঠন করা হয়।



রাইজিংবিডি/পিরোজপুর/২০ জানুয়ারি ২০১৭/কুমার শুভ রায়/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়