ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পুঁজিবাজার শক্তিশালী করতে আইন মানার পরামর্শ

আশিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ১৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুঁজিবাজার শক্তিশালী করতে আইন মানার পরামর্শ

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারকে শক্তিশালী করতে আইন মেনে চলার পরামর্শ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার দুপুরে বাজার পরিস্থিতি পর্যালোচনা করতে নিয়ন্ত্রক সংস্থা সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের বৈঠকে ডাকে। প্রায় দুই ঘণ্টাব্যাপী ওই বৈঠকে বিএসইসির পক্ষ থেকে এ পরামর্শ দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে দেশের দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক, মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বিএমবিএ, ডিএসই ব্রোকার অ্যসোসিয়েশন, সিএসই ব্রোকার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, শীর্ষ সম্পদ ব্যবস্থাপক কোম্পানি, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার হাউজের প্রধান নির্বাহী উপস্থিত ছিলেন।

সভা শেষে সাইফুর রহমান বলেন, বাজারকে শক্তিশালী ও স্থিতিশীল রাখতে আমরা পুঁজিবাজারের বিভিন্ন কমপ্লায়েন্স ইস্যু নিয়ে আলোচনা করেছি। আমাদের কার কী দায়িত্ব, শেয়ার লেনদেনের ক্ষেত্রে আইন পরিপালন করছি কি না, বাজার টেকসই করতে কী কী দরকার- সেসব বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, পুঁজিবাজার দীর্ঘ ছয় বছর পর একটা ভালো অবস্থানে এসেছে। আমরা সবাই কমপ্লায়েন্স পরিপালনের মধ্য দিয়ে এই অবস্থানটা ধরে রাখতে চাই। কোনো রকম নন-কমপ্লায়েন্স করে যেন বাজারটাকে ক্ষতিগ্রস্ত না করি, সে বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। বৈঠকে শেয়ার লেনদেনের ক্ষেত্রে মার্জিন রুলস কঠোরভাবে মানার জন্য বলা হয়।

একই সঙ্গে সব ধরনের আইন মেনে ব্যবসা করা পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৭/আশিক/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়