ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পুকুরে ডুবে পিতা-পুত্রের মৃত্যু

মোয়াজ্জেম হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ২৮ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুকুরে ডুবে পিতা-পুত্রের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের চৌধুরী হাটের কাশীরাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত পিতা-পুত্র হলেন কাশীরাম এলাকার মৃত শুকুর আলীর ছেলে দবিয়ার রহমান (৪০) ও তার ছেলে নীরব হোসেন (১০)।

প্রত্যক্ষদর্শী, কালীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানান, বিকেলে বাড়ির পাশের পুকুরে নীরব হোসেন গোসল করতে নামে। দবিয়ার রহমানের চোখের সামনে পুকুরের মাঝখানের পানিতে তলিয়ে যায় নীরব। এ সময় ছেলেকে বাঁচাতে পুকুরে নামেন দবিয়ার। কিন্তু সাঁতার না জানার কারণে নীরবের সঙ্গে বাবা দবিয়ার রহমানও তলিয়ে যান। স্থানীয় লোকজন দ্রুত পুকুরে নেমে নীরবকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর ওই পুকুর থেকে মৃত অবস্থায় দবিয়ার রহমানের মরদেহ উদ্ধার করে স্থানীয় জনতা।

কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রুহুল আমিন সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পিতা-পুত্রের মরদেহ স্থানীয়রা উদ্ধার করে বাড়ি নিয়ে যান। দবিয়ার রহমানের ছেলে গোসল করতে নেমে তলিয়ে যায়। তাকে উঠাতে নামেন দবিয়ার রহমান। কিন্তু সাঁতার না জানায় তিনিও তলিয়ে যান।

কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দবিয়ারের পরিবারের অভিযোগ না থাকায় স্থানীয়দের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।



রাইজিংবিডি/লালমনিরহাট/২৮ মে ২০১৭/মোয়াজ্জেম হোসেন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়