ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পুকুরে ডুবে ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৬, ১৮ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুকুরে ডুবে ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে উপজেলার ৩ নম্বর চরক্লার্ক ইউনিয়নে ওই দুই ঘটনা ঘটে।

তারা হলো, ইউনিয়নের কেরামতপুর গ্রামের হাজী আবদুল্লা সর্দারের ছেলে ওমর ফারুক (১০) ও তার মেয়ে বিবি আমেনা (৭) এবং একই ইউনিয়নের চর আলাদিন গ্রামের আলাউদ্দিনের ছেলে আল আমিন (২৯)।

স্থানীয় ৩ নম্বর চরক্লার্ক ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাশার জানান, সন্ধ্যার দিকে ফারুক ও তার বোন আমেনা তাদের বাড়ির পুকুরে যায় হাত-মুখ ধোয়ার জন্য। তারা দুই জন ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পায়। পরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রায় একই সময় ওই ইউনিয়নের চর আলদিন গ্রামের খালার বাড়িতে বেড়াতে এসে আল আমিন নামে আরো এক যুবক পুকুরের পানিতে ডুবে মারা যান।

চরজব্বর থানার ওসি নিজাম উদ্দিন ২ শিশু ও ১ যুবক পুকুরের পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।




রাইজিংবিডি/নোয়াখালী/১৭ মে ২০১৭/মাওলা সুজন/এসএন   

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়