ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না’

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪১, ৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলবে না’

নিজস্ব প্রতিবেদক : পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ হকার্স ইউনিয়নের নেতারা। তারা বলেছেন, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না।

মঙ্গলবার বেলা ১২টার দিকে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘হকার উচ্ছেদ বন্ধের দাবিতে’ এক সমাবেশে নেতারা এ কথা বলেন।

সংগঠনের নেতার বলেন, পৃথিবীর প্রতিটি দেশেই হকার আছে। উচ্ছেদ করলে তারা কী খাবে? তাই ফুটপাতে হকারদের বসতে দিতে হবে।

এ সময় তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনকে উদ্দেশ্য করে বলেন, ‘মেয়র মাথা গরম করে আমাদের উচ্ছেদ করে বেকার করে দিয়েছে। এর ফলে আমাদের জীবন-জীবিকা সংকটে পড়েছে। ছেলে-মেয়েদের স্কুলে ভর্তি করতে পারিনি আমরা। আমরা আপনাকে বলতে চাই, আপনি মাথা গরম না করে এ অবস্থার সমাধান করুন।’

এ সময় নেতারা ছয় সদস্যের কমিটি গঠন করে তাদের মাধ্যমে হকারদের তালিকা তৈরি করে তাদের পুনর্বাসনেরও দাবি জানান।

নেতারা বলেন, ‘আমরা সবসময় বিভিন্ন মহলের নির্যাতন সহ্য করে ব্যবসা করে আসছি। কোনো ব্যবস্থা না করে এভাবে অন্যায়ভাবে উচ্ছেদ করলে হকাররা ঘরে বসে থাকবে না। ঢাকাসহ সারা দেশের সব হকারদের নিয়ে আন্দোলন গড়ে তুলা হবে বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে প্রেসক্লাব থেকে কদম ফোয়ারা হয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।

হকার্স সমন্বয় পরিষদের সমন্বয়কারী আবুল হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন হকার্স নেতা আবদুল হাসিম করিম, ছিন্নমূল হকার্স সমিতির সভাপতি কামাল সিদ্দিকি, হকার ইউনিয়নের উপদেষ্টা সেকান্দার হায়াত প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/৭ ফেব্রুয়ারি ২০১৭/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়